
ধলাই ডেস্ক: চট্টগ্রামে পুলিশ সোর্স পরিচয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতা মো. শফি পলাতক রয়েছেন।
রোববার নগরীর বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদ নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বাদশা মিয়া, জাবেদ, রবিন ও ইব্রাহিম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (উত্তর) আশিকুর রহমান জানান, শনিবার রাতে দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন ওই দম্পতি। পথে অক্সিজেন এলাকায় তাদের গতিরোধ করে পাঁচ যুবক। এ সময় তারা নিজেদের পুলিশের সোর্স পরিচয় দিয়ে ওই দম্পতির বিয়ের কাবিননামা দেখতে চান। তাৎক্ষণিকভাবে কাবিননামা দেখাতে না পারায় থানায় নেয়ার কথা বলে স্বামী-স্ত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে সৈয়দপুর এলাকায় নিয়ে যান। পরে স্বামীকে অটোরিকশায় বেঁধে স্ত্রীকে একটি বাসায় নিয়ে ধষর্ণ করেন তারা। একপর্যায়ে স্বামী ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
আশিকুর রহমান আরো জানান, গৃহবধূর স্বামীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় বায়েজীদ থানায় একটি মামলা হয়েছে।