
ধলাই ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে দুই কৃষকের এক বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন চার সাংবাদিক। বৃহস্পতিবার (২৭এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কৃষক মহেন্দ্র চন্দ্র ও গোলাপ মিয়ার জমির পাকা বোরো ধান কাটতে যান ওই চার সাংবাদিক। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে দুই কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
জানা গেছে, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক মহেন্দ্র ও গোলাপ মিয়া। বিষয়টি জানতে পেরে তাদের জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন এশিয়ান টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি মাইনুল হক, সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, আমার সংবাদের সৈয়দপুর প্রতিনিধি নুর মোহাম্মদ অলিউর রহমান রতন ও দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি রাজু আহমেদ।
এদিকে দরিদ্র দুই কৃষকের পাশে এভাবে এগিয়ে আসায় প্রশংসায় ভাসছেন তারা। আগামীতেও সাংবাদিকরা এভাবে অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্থানীয় নেওয়াজ আহম্মেদ বলেন, সবসময় দেখি সাংবাদিকরা কলমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবার সম্পূর্ণ ব্যতিক্রম দেখছি, সাংবাদিকরা অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এভাবে আমাদের সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত।