দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

ধলাই ডেস্ক: ডিসেম্বর মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে এক কোটি পরিবারকে সহায়তার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে দেশের সাড়ে পাঁচ কোটি মানুষ সহায়তা পাবেন। ফলে রমজানে কোনো দুর্ভোগ থাকবে না।

সকালে আইএফআইসি ব্যাংকের একটি উপ-শাখার উদ্বোধন উপলক্ষে সালমান এফ রহমান মেহেরপুরের মুজিবনগরে যান। এসময় সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপ-শাখার উদ্বোধন করেন।