না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
ছবি ধলাইর ডাক
মঈনুদ্দিন সিদ্দিক– রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান (১৮আগষ্ট) রাত আনুমানিক ৩ঘঠিকায়  (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট বিএসএমএমইউ-তে ভর্তি হন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ঢাকায়।
সর্বস্তরের প্রিয় এই রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে মৌলভীবাজার জেলাসহ বৃহত্তর সিলেটবাসী হারালো এক কিংবদন্তি নেতাকে।
উল্যেখ্য আলহাজ্ব আজিজুর রহমান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,সাবেক গণ-পরিষদ সদস্য,মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক,সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ,মৌলভীবাজার-রাজনগর আসন থেকে বারবার নির্বাচিত এম,পি,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান,অহিংস রাজনীতির এক মহা আইকন,সততার মূর্ত প্রতিক,মাটি ও মানুষের নেতা।