পাঁচদিনে দেশে এসেছে ১০১৬ মেট্রিক টন তরল অক্সিজেন

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: বেনাপোল স্থলবন্দর দিয়ে গত পাঁচদিনে ভারত থেকে আমদানি করা প্রায় ১ হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ২১৬ মেট্রিক টন তরল অক্সিজেন বেনাপোলে এসে পৌঁছায়।

গত ২৪, ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট ২০০ মেট্রিক টন করে মোট ৮০০ মেট্রিক টন অক্সিজেন দেশে নিয়ে আসে চারটি ট্রেন। এ নিয়ে ট্রেনে করে পাঁচদিনে ভারত থেকে মোট ১ হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন আনা হয়েছে। যেখানে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে পৌনে ১২ লাখ টাকা।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান হলো লিনডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান হলো লিনডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। সেই ‘অক্সিজেন এক্সপ্রেস’ এখন ভারত থেকে তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসছে।