পাঁচ টাকায় মুরগির ভুনা খিচুড়ি

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও জামালপুরে এমনই খাবার বিক্রি করছে ‘আমরা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নামমাত্র মূল্যে পথশিশু ও দরিদ্রদের মাঝে এ খাবার বিক্রি করে সংগঠনটি।

শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম তিন মাস ধরে চালানোর ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা। ওই দিন দুপুরে জামালপুর রেলস্টেশন এলাকায় ভুনা খিচুড়ি, মুরগির মাংস, পানি, গ্লাস ও প্লেট নিয়ে হাজির হন সংগঠনটির সদস্যরা।

এদিকে এক বেলা উন্নত মানের খাবারের জন্য রেলস্টেশন এলাকায় জড়ো হন ছিন্নমূল শিশু, কিশোর ও নারী-পুরুষ। কিন্তু এ খাবার কিনতে প্রয়োজন পাঁচ টাকা। যা উপস্থিত অনেকের কাছেই ছিল না। পরে সংগঠনের কেউ কেউ পাঁচ টাকা করে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন।

এ সময় তারা সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়ান। খাবারের ডেকের সামনে দাঁড়ানো সংগঠনের সদস্য আতাউর রহমান। তার হাতে পাঁচ টাকা দিলেই মিলছে এক প্লেট খাবার। অনেকেই প্রথম প্লেটের খাবার শেষ করে দ্বিতীয়বারও নেন। দ্বিতীয়বারের জন্য কোনো টাকা লাগে না।

স্টেশন এলাকার ছোট চা-দোকানি আমিনুল ইসলাম বলেন, করোনার কারণে স্টেশন এলাকাটি মরুভূমির মতো হয়ে গেছে। কোনো ব্যবসা নেই। তাই পেট ভরে খেতেও পারি না। দূর থেকে দেখি, রেলস্টেশনের প্ল্যাটফর্মে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন। পরে এসে দেখি পাঁচ টাকার বিনিময়ে গরম খিচুড়ি বিক্রি হচ্ছে। এরপর লাইনে দাঁড়িয়ে এক প্লেট খিচুড়ি কিনলাম।

‘আমরা’র সদস্য সাজ্জাদুর রহমান ও আতাউর রহমান জানান, করোনাভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নেয়া হয়। ত্রাণের পরিবর্তে প্রতি শুক্রবার ১২০ জনকে এ খাবার সরবরাহের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন তারা। তবে বিনামূল্যে খাবার খেয়ে অনেকেই তৃপ্তি পাবেন না বলে মাত্র পাঁচ টাকা নেয়া হচ্ছে।

সাজ্জাদুর রহমান বলেন, এ সংগঠনের ৩০ সদস্য সবাই তরুণ। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবার কেউ চাকরিজীবী। তবে মালয়েশিয়া প্রবাসী নূরে আলম নামের এক বন্ধু এ ধরনের সংগঠনের আইডিয়া দেন। পরে আলোচনার মাধ্যমে সংগঠনটি গঠন করা হয়।