পাহাড়ি এলাকায় অভিযান, ১০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে ওঠা একটি চোলাই মদের কারখানা ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে মদ তৈরিতে যুক্ত থাকার অভিযোগে মো. বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় কারখানায় প্রস্তুত থাকা প্রায় ১০ হাজার লিটার তৈরি চোলাই মদ ধ্বংস এবং প্রায় ৪০ হাজার লিটার উপকরণ জব্দ করা হয়।

গ্রেফতার বিদ্যুতের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। তার বাবার নাম মো. কামাল মোস্তফা। তিনি বর্তমানে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার পূর্ব হাসনাবাদ এলাকায় থাকেন।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে বিদ্যুৎ আটক হলেও কামাল (৫০) এবং মামুন (২৪) নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। সেখান থেকৈ বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়।