
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে নামি দামি ব্র্যান্ডের প্রায় ১৫ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাজধানীর ওয়ারী, নবাবপুর ও তাহেরাবাগ এলাকায় চলে এ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানের বিষয়ে আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, কারখানাগুলোতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিআরবি, বিএসবি, পলি ক্যাবলসহ বিভিন্ন নামি দামি কোম্পানির নামে নকল তার তৈরির চিত্র চোখে পড়ে। প্রায় ১৫ লাখ টাকার নকল তার জব্দ করা হয়েছে। এ সময় নকল তার তৈরির দুটি কারখানার চারজনকে দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতারা আসল তারের দামে নকল তার ক্রয় করে প্রতারিত হচ্ছিলেন। মানহীন এসব তার ব্যবহারের ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ।
অভিযান শেষে জব্দ তারগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।