পুলিশদের ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

বিনোদন ডেস্ক: লকডাউনের কারণে মুম্বাইয়ের প্যানভেলে তার খামার বাড়িতে অবস্থান করছেন সালমান খান। সেখানে আশেপাশের গ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণের করেছেন তিনি। ঈদেও ৫ হাজার মানুষের কাছে ঈদ উপহার পাঠিয়েছেন এই অভিনেতা।

করোনাভাইরাস মোকাবিলায় পুলিশের পাশে দাঁড়ালেন সালমান খান। এবার মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সাল্লু ভাই।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবর। টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘সালমান খানের হৃদয় অনেক বড়। এজন্যই সবাই তাকে এত পছন্দ করেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।’ অপর একজন লিখেছেন, ‘আমাদের সম্মুখ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সালমান খান।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে এই অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য ধন্যবাদ সালমান খান।’

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার পর থেকেই অসহায় মানুষের পাশে থেকেছেন
সালমান খান। সিনেমা জগতের প্রায় ২৫ হাজার দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তিনি।