পৌর নির্বাচন: কমলগঞ্জে মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: আসন্ন ২য় ধাপে পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হেলাল মিয়া মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার। এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীগণ । আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর হবে। আাগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ৪নং ওয়ার্ডের বখ্ত মাহবুবুর রহমান কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেও তা দাখিল করেননি বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়।