
ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল প্রতিনিধি: সবাই যখন শারদীয় উৎসবের আমেজে পূজোর কেনাকাটায় ব্যস্ত ঠিক তখনই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল একদল তরুণকে। প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে পূজোর আনন্দ ছড়িয়ে দিলো তারা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, টিপরাছড়া চা বাগান, ফুলছড়া চা বাগান সহ বিভিন্ন স্থানে গিয়ে প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে শতাধিক নতুন বস্ত্র বিতরণ করেছে তিন তরুণ।

তাদের নাম কাজল হাজরা (২৭), রাজেশ যাদব (২৭) ও কিশোর বাড়ই (২৬)। কাজল হাজরা ও রাজেশ যাদব উভয়ই উপজেলার ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা। অপরদিকে কিশোর বাড়ই উপজেলার খাইছড়া চা বাগানের বাসিন্দা।

প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে নতুন বস্ত্র বিতরণ প্রসঙ্গে কাজল হাজরা বলেন, পূজোর আনন্দ উপভোগ করার অধিকার সবার রয়েছে। আমরা তো ইচ্ছে করলেই কতো কাপড় পরিধান করতে পারি। কিন্তু অসহায় মানুষদের কাপড় কেনার সামর্থ থাকেনা। তাই এই সকল মানুষদের মধ্যে পূজোর আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।