প্রথমবার উত্তরা থেকে মিরপুর এসে ঘুরে গেলো স্বপ্নের মেট্রোরেল

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে মিরপুরে ভায়াডাক্টের ওপর চলেছে স্বপ্নের মেট্রোরেল। পরীক্ষামূলক চলাচলের আগেই প্রস্তুতির প্রয়োজনীয় অংশ হিসেবে চলল মেট্রোরেল। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিরপুরবাসী।

শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়ির ডিপু থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। এরমধ্যে চারটি স্টেশনকে ঘিরে পরীক্ষামূলক যাত্রা যাচাই করা হতে পারে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রো রেলের লাইনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত রোববার সকালে নেয়া হবে।