প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌছে দিলেন পৌর মেয়র জুয়েল

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১১, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকায় করোনা আক্রান্ত ২জনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী (বিভিন্ন ফলমূল ও ইফতার সামগ্রী) উপহার পৌছে দিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ।

সোমবার (১১মে) বিকাল ৪টায় পৌর এলাকার আলেপুর গ্রামে করোনা আক্রান্ত ব্যাংক কর্মচারী ও কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ধানসিঁড়ি আবাসিক এলাকার আক্রান্ত লোকের বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপহারের এসব খাদ্যামগ্রী নিজে পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রমুজ মিয়া, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আশরাফ সিদ্দিকী পারভেজ, নিধু দেবনাথ প্রমুখ।