প্রবল বর্ষণে কমলগঞ্জে ফসলি জমি প্লাবিত

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রায় এক হাজার ২ শ ১৪ হেক্টর আউশ ধানের ক্ষেত প্লাবিত হয়েছে। এছাড়া সড়কে পানি থাকায় যান চলাচলসহ পানিবন্দি রয়েছে ৩০ পরিবার।

বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণে খাল, বিল, ছড়া ও জলাশয় পানিতে ভরে উঠে। এরপর উজান থেকে আসা পাহাড়ি ঢল মাঠ, ঘাট, গ্রামের সড়ক ডুবিয়ে দেয়। এছাড়া শমশেরনগর, পতনঊষার ইউপির নিম্নাঞ্চলের ৩০ বাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন ইউপির প্রায় এক হাজার ২ শ ১৪ হেক্টর আউশ ক্ষেত প্লাবিত হয়। এছাড়া অব্যাহত বৃষ্টিপাতে নদীর পানি বাড়ছে। পাশাপাশি কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ থাকতে দেখা গেছে।

কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ সিংহ বলেন, উপজেলার রোপনকৃত আউশ ক্ষেতের বড় অংশ পানিতে তলিয়ে যাওয়ার তথ্য পাইনি। তবে বৃষ্টিপাত থামলে পানি কমবে। এতে ক্ষেতের ক্ষতি হবে না।

কমলগঞ্জের ইউএনও আশেকুল হক বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কিছু আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে। নদ-নদীর পানি বাড়ছে। তবে সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে।