
ফাইল ছবি
ধলাই ডেস্ক: করোনার কারণে দেশে এসে আটকে পড়ে প্রবাসীরা। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেননি তারা। তবে এবার তাদের জন্য এলো সুখবর। প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরব যাচ্ছে।
শনিবার বিকেল ৫টায় বিমানের বিশেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
তিনি বলেন, সৌদি আরবগামী যাত্রীদের নিয়ে বিমানের নিয়মিত ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান দেশটিতে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করবে।