স্টাফ রিপোর্টার: জামালপুর বাকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভি’র সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে কমলগঞ্জের সম্মিলিত সাংবাদিক সমাজ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ করে, সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিতের দাবি জানান বক্তারা। তারা আরো বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি বলেই সাংবাদিকরা বার বার নির্মমতার বলি হচ্ছে। নিরাপত্তা ও ন্যায় বিচার না হলে, পেশাদারিত্বের পাশাপাশি রাজপথে থাকার হুমকি দেন। মানববন্ধনে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ ওয়াহিদ রুল, সিনিয়র সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক জয়নাল আবেদীন, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, সৌমেন সিনহা, আশরাফ সিদ্দিকী পারভেজ, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয় প্রমূখ।

