বজ্রপাতে মৃত্যু ঠেকাতে ৪৭৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, গত ১১ বছরে সারাদেশে বজ্রপাতে দুই হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতে এ অকাল মৃত্যু ঠেকাতে সরকার ৪৭৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

আজ মঙ্গলবার ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র ৫ বছর পদার্পণ উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা বলেন।

এ প্রকল্পের আওতায় বজ্রপাতের ৪০ মিনিট আগে ‘সতর্কবার্তা’ দেওয়ার যন্ত্র কিনবে সরকার। একই সঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে বজ্রপাতের ক্ষেত্রে সাইক্লোনের মতো আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বেশকিছু মেশিন বজ্রপাত কোথায় হবে তা ৪০ মিনিট আগে শনাক্ত করতে পারে। সেই মেশিনগুলো আমরা বসাবো।

তিনি বলেন, প্রকল্প প্রণয়ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটার সম্ভাব্যতা যাচাই করছে। সেই রিপোর্ট আসলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠাবো। প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছে। তিনি সামারি পাঠাতে বলেছেন, তিনি অনুমোদন দিলে আমরা কাজ শুরু করবো।