বাজারে আসছে ডুকাতির ‘মনস্টার’ বাইক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার বাইকপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো ইতালির সুপারবাইক নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি। নতুন সাজে বাজারে আসছে মডেল ডুকাতি পেনিগেল ভার্সন ৪।

শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে শিগগিরই বাজারে আসছে এটি। চলুন জেনে নেওয়া যাক আর কী কী নতুন সুবিধা পাচ্ছেন ডুকাতি পেনিগেল ভার্সন ৪ এ।

কুলিং সিস্টেমের উন্নতির জন্য ফেয়ারিংয়ের নিচে নতুনভাবে ডিজাইন করা হয়েছে এক্সট্র্যাকশন সকেটগুলো। এর ফলে বাইক আরও কমপ্যাক্ট ও ডবল-প্রোফাইল ডিজাইন উইংস পেয়েছে। যা গতি বাড়ালেও বাইকের স্থিতিশীলতা বজায় রাখবে।

নতুন বাইকে এবার বদলে দেওয়া হয়েছে লুব্রিকেশন সার্কিট ও ওয়েল পাম্প। এই নতুন আপডেটের ফলে পাওয়ার অ্যাবসর্বশন কম হয়েছে। ফলে হাই স্পিডে আরও মসৃণ হবে বাইকের রাস্তা।

বাইকটিতে ২১৫.৫ হর্স পাওয়ার মিলবে। যা চোখের পলকে দুরন্ত গতি তুলতে সক্ষম। এর ইঞ্জিনে ১২৬.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। গতিশীল টার্ন ইন্ডিকেটর এবং পিছনে LED টেললাইটগুলোতেও পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: রাইডার ম্যাগাজিন/ কম্পেয়ার প্রাইজ অব ইন্ডিয়া