বাস উল্টে ২৯ যাত্রী আহত

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক:  যাত্রীবাহী একটি বাস উল্টে ২৯ যাত্রী আহত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলায়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের গতনশহর নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যারা। বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে।

 

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অনেক যাত্রী ছিল। সেটি একেবারে উল্টে যায়। বাসের বিভিন্ন জায়গা কেটে যাত্রীদের বের করা হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ি করে সাত-আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে আরও যাত্রী চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আনাস এন্টারপ্রাইজ নামের একটি বাস ৬৩ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি জয়পুরহাট সদর উপজেলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গতনশহর নামক এলাকায় সড়কের উপরে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায় ফায়ার সার্ভিসের সদস্যরা।