বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কমলগঞ্জে প্রথম মণিপুরি বই মেলা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম মণিপুরি বই মেলা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মণিপুরি সাহিত্য সংসদ সিলেটের আয়োজনে উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

মণিপুরি মুসলিম সমাজের প্রবীণ লেখক সাবেক ব্যাংকার আব্দুস সামাদের সভাপতিত্বে কবিতা আবৃৃত্তি পরিবেশন করা হয়। বেলা ৩টায় মণিপুরি লেখক, সাহিত্যিক ও কবি এ, কে, শেরামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে কবি সনাতন হাম্মো-এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কবি ও লেখক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক ও গবেষক আহমেদ সিরাজ প্রমুখ।

সবশেষে মণিপুরি শিল্পী ও শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রথম আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে ৫টি স্টল নিয়ে বই মেলা বসে। এছাড়া মনিপুরি তাঁতবস্ত্রের ২টি স্টল ছিল। প্রথমবারের মত আয়োজিত মণিপুরি বই মেলায় মণিপুরি নারী-পুরুষ ও শিশু কিশোরদের বেশ উপস্থিতি ছিল।