বিটিআরসিকে আরো ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বিটিআরসিকে শেষ কিস্তির আরো ১ হাজার কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। এই জমা দানের মাধ্যমে বিটিআরসিতে মোট ২ হাজার কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিটিআরসিতে প্রথম কিস্তির ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছিল গ্রামীণফোন

সোমবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে এই শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা তারা ৩১ মের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিটিআরসির মিডিয়া উইং থেকে আজ সোমবার সকালে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার বেলা ২ টায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের কাছ থেকে কমিশন কর্তৃক ১০০০ কোটি টাকা গ্রহণের দিন ধার্য্য রয়েছে। এই অবস্থায় বিকেল সাড়ে ৩টায় বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করবেন।