বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, দুই বোনসহ নিহত ৩

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার রাতে শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা, শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর.এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা ও একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথি।

আহতরা হলেন- নিহত তনিমার স্বামী শফিকুল ইসলাম, তিথির মেয়ে মানিজুর মাশিয়াব, তাদের আত্মীয় হৃদয় ও শাহিন। নিহতদের মধ্যে তনিমা ও তানজিলা আপন বোন ও তিথি তাদের ভাবি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, রাতে প্রাইভেটকারে শহরে আসছিলেন হতাহতরা। পথে বিমান অফিস মোড় এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন তিনজন মারা যান।

তিনি আরো জানান, গুরুতর আহত হৃদয় ও মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।