
ধলাই ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় পাখিয়ালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. লাভলু মিয়া (২৭), সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও পৌরসভার বালিচর গ্রামের শামছুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন যুবক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে দুজনের নামে এর আগে মামলাও ছিল। রবিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিয়ালা এলাকার একটি কলোনির সামন থেকে তিনজনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) এ রকিব মোহাম্মদ, মিন্টু চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (৩০ সেপ্টেম্বর) বলেন, ‘আটককৃতদের নামে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।