মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মধ্যবিত্তের জন্য নতুন বাইক নিয়ে আসছে হিরো। কেনার পরিকল্পনা থাকলে আর কয়েকদিন অপেক্ষা করুন। কয়েকদিন পরই উন্মুক্ত হচ্ছে হিরো স্প্লেন্ডার আই স্মার্ট।

এরই মধ্যে ফাঁস হয়েছে বাইকের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন।

তথ্য অনুযায়ী, ২০১৯ এর স্প্লেন্ডার আই স্মার্টে থাকবে ১১৩.২ সিসি এর ইঞ্জিন, সিঙ্গেল – সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি।

৭,৫০০ আরপিএমতে ৯.১৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে ছুটবে স্প্লেন্ডার আই স্মার্ট। ফিচার ও স্পেসিফিকেশন দেখে বিশেষজ্ঞদের দাবি, তেল বাঁচবে ও মাইলেজ ভালো দেবে এই বাইক।

দুটি ধরনে পাওয়া যাবে এই বাইক, একটি ড্রাম ও একটি ফ্রন্ট ডিস্ক। তবে বাইকটির দাম কেমন হবে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।