মশার আস্তানায় হানা দিচ্ছে পুলিশ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে লালমনিরহাটে বৃহস্পতিবার সকালে  দুই মাস ব্যাপী মশা নিধন অভিযান শুরু হয়েছে। ফগার হাতে বিভিন্ন এলাকায় মশার আস্তানায় হানা দিচ্ছে পুলিশ।

জেলা শহর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে গ্রামেও। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সব শ্রেণিপেশার মানুষ।

জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, স্কুল-কলেজ, সরকারি- বেসরকারি অফিস, বাড়ি- হাটবাজার সবখানেই মশা নিধন অভিযান চালানো হবে। পর্যাপ্ত জনবল থাকলেও ফগার মেশিন সংকট থাকায় একসঙ্গে পুরো জেলায় অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

লালমনিরহাটের এসপি এসএম রশিদুল হক বলেন, ডেঙ্গু থেকে রেহাই পেতে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি মশা নিধন অভিযান চালানো হচ্ছে। যেহেতু বস্তি এলাকায় মশার উপদ্রব বেশি, সেখান থেকেই অভিযান শুরু করা হয়েছে। আগস্ট-সেপ্টেম্বর মাস জুড়ে অভিযান চলবে।

সিভিল সার্জন ডা. কাসেম আলী  বলেন, পাঁচ উপজেলায় ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আশংকাজনক অবস্থায় বৃহস্পতিবার বিকেলে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ডেঙ্গুতে লালমনিরহাটে কেউ মারা যায়নি।