মাংসের দাম বেশি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৯

ডেস্ক নিউজ: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে সাত মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন গরুর মাংস বিক্রেতা মো. জাফর (৫০), মো. জাহিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) ও মুরগির মাংস বিক্রেতারা মো. কামাল (২৪), মো. হাসান (২৫), মাসুদ (২৮) এবং আবু তাহের (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন বলেন, জরিমানাকৃত ব্যবসায়ীয়রা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরু ও মুরগির মাংস বিক্রি করার সময় তাদের ভোলার মাংস বাজার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও চার মুরগির মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন।