মেঘনা নদীতে ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ভোলার ইলিশায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এমএ মুজতবার নেতৃত্বে মেঘনা নদীর ভাংতির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কোস্টগার্ড অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে অবৈধ জাল ব্যবহারকারী ২২টি ফিশিং বোট তল্লাশি করে ১৫ লাখ ১০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। তবে কারেন্ট জাল ব্যবহারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উদ্ধারকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল হকের সঙ্গে সমন্বয় করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।