ধলাই ডেস্ক: রাজধানীর আগারগাঁও ট্রাফিক মোড়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার এসআই মনির হোসেন বলেন, আগারগাঁও মেট্রো স্টেশনের আগে আগারগাঁও চার রাস্তার মোড়ে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৬৪ নম্বর পিলারে ঢাকা মেট্রো- ট ১৩ ৮৫৫৩ নম্বর প্লেটের এই ডাম্প ট্রাকটি রাত সাড়ে ৩টায় ধাক্কা দেয়। এতে বাসেরও মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১৫২৬৭। বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তবে ট্রাকের চালক ঘটনার পর পর পালিয়ে গেছেন। বাস থানা হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টায় আগারগাঁও মোড়ে শিশুমেলার সামনে থেকে আসা শাহ ফতেহ আলী বাসটি ফার্মগেট থেকে আসা ট্রাকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি সজোরে ধাক্কা দেয় মেট্রোরেলের পিলারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার।
সূত্র: ডেইলী বাংলাদেশ…