মোটরসাইকেলে ফেনসিডিল পাচার: গ্রেফতার ২

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজশাহীতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি। শনিবার রাতে তাদের কাটাখালি থানায় তাদের সোপর্দ করা হয়েছে। র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার ঝিলিম বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. নুরুন্নবী সবুজ ও একই এলাকার মো. আসমত আলীর ছেলে মো. রিপন আহম্মেদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে সারদা বাজার থেকে ফেনসিডিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম কাটাখালি থানার টাংগন বালুর ঘাট এলাকার একটি কাপড়ের দোকানের সামনে অবস্থান নেয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই মোটরসাইকেলটি আসতে দেখে র‌্যাব থামানোর সংকেত দেয়। মোটরসাইকেলটি থামিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ২৫২ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

র‌্যাব আরো জানায়, পরে তাদের র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালি থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য পাঁচ লাখ চার হাজার টাকা।