যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বুধবার

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ধলাই ডেস্ক: যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এ সভা হয়।

গত বছরের ১১ নভেম্বর ছিল যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি পালন করা হয়নি। সেই কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল  সান্টু, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মাহাবুবুর রহমান পলাশ, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহমেদ, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী  সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, মুক্তিযুদ্ধ সম্পাদক গোফরান গাজী, ধর্ম সম্পাদক আবুল কাশেম খাঁ, উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম সরকার, সহ-সম্পাদক নাসির আহমেদ, সহ-সম্পাদক শেখ রাসেল রাজু, সহ-সম্পাদক মিল্টন আহমেদ বাদল, সহ-সম্পাদক শাদ সাহান রাজু, সহ-সম্পাদক হারুনর রশীদ, সহ-সম্পাদক সাঈদ হাসান শিশির, সহ-সভাপতি শ্রী মিলন কান্তি, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সম্পাদক আইউব আলী প্রমুখ।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা বলেন, ১০ ফেব্রুয়ারী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শৃঙ্খলা কমিটির প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, যুবলীগের প্রত্যেক নেতাকর্মীর জন্য সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল পদ্ধতিতে উপস্থিত থাকবেন। এ সভা সফল করার জন্য দক্ষিণ যুবলীগের ৭৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে সুশৃঙ্খলভাবে ব্যানারসহ সব দিক-নির্দেশনা মেনে সভায় উপস্থিত থাকতে হবে।