রাজধানীতে বিপুল সংখ্যক ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

ধলাই ডেস্ক: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে একটি পিকআপ থেকে এক হাজার ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের নাম- মিঠুন (২৫) ও আসারুল (২৬)।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদে আব্দুল্লাহপুর-আশুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করা হয়। পিকআপ থেকে ১ হাজার ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবাগঞ্জের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে গাজীপুর ও অন্যন্য এলাকায় বিক্রি করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।