রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে বুধবার দুপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অপরাধে ঢাকা-সিলেট রোডের পারুল ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা, মসজিদ রোডের কাজী খন্দকার পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা, মুন্সিবাজারের আনিসা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডের রয়েল ফুডসকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্টানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।