
ধলাই ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারের তালিকায় ভুল থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভেনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ তথ্য জানান।
এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রথম দফায় সারাদেশের ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে সেই তালিকায় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের নাম থাকায় সেই তালিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হওয়ায় বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।