ডেস্ক নিউজ: রাশিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত হয়েছি।
শোকবার্তায় রাশিয়ার সরকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
রোববার রাশিয়ায় মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’ শিশুসহ অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে।