লন্ডনে স্নাতক ডিগ্রি অর্জন করেছে কমলগঞ্জের ‘সুমাইয়া সিরাজী তুলি’

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই। এটি কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলি কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। বর্তমান পৃথিবীতে বেশ আলোচিত বিষয় এ প্রযুক্তি।

এমন ডিগ্রী অর্জন করেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সুমাইয়া সিরাজী তুলি। তিনি লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে সাইবারসিকিউরিটি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা (মেশিন লার্নিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, যা বিএসসি (অনার্স) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং।

সম্প্রতি সুমাইয়া সিরাজী তুলি’র হাতে এমন সাফল্যের অর্জনের সনদ ও সম্মাননা তুলে দেয় লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়।

সুমাইয়া সিরাজী তুলি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী সিরাজীর একমাত্র মেয়ে। তুলির এমন সাফল্যের খবর পাওয়ার পর তার পরিবার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও নিজ জেলা ও উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, ‘একজন শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ পেশাগত দক্ষতা বাড়াবে না বরং প্রযুক্তিচালিত ভবিষ্যতের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও প্রস্তুত করবে। কারণ, বর্তমান বিশ্বে প্রযুক্তির প্রভাব যত বাড়ছে ততই এআই ও ডেটা সায়েন্সে দক্ষ পেশাদারদের চাহিদাও দ্রুত বাড়ছে। সুযোগ তৈরি হচ্ছে গুগল, মাইক্রোসফট, আমাজন ও টেসলার মতো শীর্ষস্থানীয় কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির। কারণ, ‘এআই’ এখন শুধু শিক্ষা ও প্রযুক্তি খাতেই নয় বরং স্বাস্থ্যসেবা, অর্থনীতি, বাণিজ্য, এমনকি কৃষি খাতেও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং হচ্ছে।’

এসব বিষয়ে সুমাইয়া সিরাজী তুলি’র সাথে কথা হয়। তিনি জানান, আল্লাহর রহমতে এবং আমার বাবা-মায়ের দোয়ায় আমি সফলভাবে লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা (মেশিন লার্নিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি, যা বিএসসি (অনার্স) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং।

আমি জানি আমার ডিগ্রির বিবরণ অনেক দীর্ঘ, কিন্তু আমার বাবা-মায়ের প্রতিটি বিষয় বিস্তারিত জানা উচিত। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্নাতক হয়েছি এবং এখন নিজেকে একজন ইঞ্জিনিয়ার বলতে পারি। আমার আব্বু, আম্মুকে আমার এই অর্জনটুকু উৎস্বর্গ করে দিয়েছি। তাদের ছোট মেয়ে স্নাতক হয়েছে। এই সময় আমার মা বাবা পাশে থাকলে আরও ভালো হত আমার জন্য। আমার মা বাবার দোয়া ছাড়া আমার এই সাফল্যটা হতো না। আমার সাফল্যেতে খুবই খুশি হয়েছেন আমার মা বাবা ও আত্বীয়স্বজন।

সুমাইয়া সিরাজী তুলি’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র রাজনীতিবিদ ইয়াকুব আলী সিরাজী বলেন, ‘আমার মেয়ে দীর্ঘ ৪বছর পড়াশোনা করে আজ লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে সাইবারসিকিউরিটি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা (মেশিন লার্নিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। এই সাফল্যটা দেখার জন্য আমার পরিবার সহ আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। আল্লাহ আমাদের ডাক কবুল করেছেন। আমরা আজ সফল, আমার মেয়ে সফল। তার সাফল্যে আমরা খুশি।

তিনি বলেন, লন্ডনে দীর্ঘদিন পড়াশোনা করতে আমার মেয়ের অনেক কষ্ট করতে হয়েছে। তার কষ্টের ফল পেয়ে আমার সবাই খুশি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। সে যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।’