
ফাইল ছবি
ধলাই ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান।
তিনি জানান, রোববার সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা মো. শফি নামে ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় ধাতব বস্তুর অস্তিত্ব মেলে। পরে লাগেজটি তল্লাশি চালিয়ে লাইটারের চার্জারের ভেতর লুকানো ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি। এ ঘটনায় কাস্টমস আইনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।