কমলগঞ্জ প্রতিনিধি: ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য শব্দকলা সাহিত্য পদক পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের কবি আবদুল হাই ইদ্রিছী। গত ৭ সেপ্টেম্বর শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ৩০৬ গ্যালারিতে দিনব্যাপী শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসবে তাকে এ পদক প্রদান করা হয়।
সকাল দশটা থেকে অনুষ্টিত দিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শব্দকলা সাহিত্য পদক প্রদান করা হয়।
চার পর্বে অনুষ্টিত অনুষ্ঠানের পদক বিতরণ ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন শব্দকলা প্রধান কবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবি কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, মুকুল কেশরী, কবি অনু চৌধুরী, কবি জুবাইদা পারভীন লিপি প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড়শতাধিক লেখক, কবি, সাহিত্যিক উপস্থিত ছিলেন।
আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক।
তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৬ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা ইদ্রিছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ও মাতা মোছা. আছমা বেগম গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন কবি আবদুল হাই ইদ্রিছী। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত লিটলম্যাগ ও অনলাইল পত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। প্রবন্ধ সাহিত্যে তার কর্মনিষ্ঠা প্রকাশমান।
সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা।
সংগঠক হিসাবে আবদুল হাই ইদ্রিছী শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ এর মৌলভীবাজার জেলা সভাপতি, চৌধুুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বন্ধন প্রবাসি সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম এর সহ-সম্পাদক ও কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও অক্ষর সাহিত্য সংসদ (অসাস) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
কর্মের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, তরুণ লেখক সংবর্ধনা-২০১৫ সহ বেশ কিছু পুরস্কার, সস্মাননা ও সংবর্ধনা।