শমশেরনগরে ভোক্তা আইনে ৩৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৪টি দোকানের জরিমানা করে তা আদায় করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিনের নেতৃত্বে পুলিশি সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পণ্যের মেয়াদ উত্তীর্ণ, নোংরা পরিবেশ ও খোলা অবস্থায় খাদ্য সামগ্রী রাখার কারণে ২টি রেস্তোরাঁ, একটি বেকারী ও একটি কৃষি পণের দোকানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন বলেন, অভিযানে মৃদুল রেস্তারাঁর ৪ হাজার টাকা,ভাই ভাই হোটেলের ২ হাজার টাকা, কাজী বেকারীর ৩০ হাজার টাকা ও কৃষি ভান্ডারের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।