শাহজালাল সেতুতে স্টিলের পরিবর্তে বাঁশ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

ধলাই ডেস্ক: সিলেটের সুরমা নদীর উপর নির্মিত তৃতীয় শাহজালাল সেতু মেরামতে স্টিলের পাটাতনের পরিবর্তে বাশ ব্যবহার করা হয়েছে।

রোববার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ এ সেতুর প্যানের জোড়ায় বাঁশ দিয়ে বিটুমিনের প্রলেপ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা।

সওজ কর্মকর্তারা জানান, সাময়িকভাবে সংস্কার কাজ করায় স্টিলের পাটাতনের পরিবর্তে বাশ ব্যবহার করা হয়েছে। এতে কোনো ঝুঁকি নেই।

সেতুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট সওজ’র উপ-প্রকৌশলী মো. নুরুল মজিদ চৌধুরী বলেন, সেতুর জোড়ায় স্টিলের পাত দিয়ে লাগানো ক্লিপ ভেঙে যাওয়ায় তা চুরি হয়ে যায়। এজন্য ক্ষণস্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ ঢালাই দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করায় সেতুর জোড়ার স্টিলের পাতগুলো ভেঙে উঠে যায়। নতুন করে ওই পাতগুলো লাগানো সম্ভব হয় না। তাই বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ ঢালাই দেয়া হয়। এতে কোনো ঝুঁকি নেই।

সিলেট সওজ’র নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়ার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।