শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে বিষাক্ত কোবরা সাপ উদ্ধার

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর নতুন বাজারের  সুশান্ত বাবুর কলার আড়ত থেকে মঙ্গলবার (১০সেপ্টেম্বর) দুপুরে দিকে এই কোবরা সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের নিয়ে আসা হয়।

পরিচালক স্বপন দেব সজল জানান, মঙ্গলবার  শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সন্জিত দেব সাপটিকে উদ্ধার করেন।
শীঘ্রই সাপটি বনে অবমুক্ত করা হবে।
উল্লেখ যে ০২ সেপ্টেম্বর (সোমবার) একই কলার আড়ত থেকে একটি কাল নাগিনী সাপ উদ্ধার করা হয়।