শ্রীমঙ্গলে পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় ও খাদ্য বিতরণ করল ছিন্নপাতা সমাজ কল্যাণ সংস্থা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ১, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মজার স্কুলের দুঃস্থ , অসহায় ও সুবিধা বঞ্চিত পথশিশুদের  মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষে ঈদের  নতুন কাপড় বিতরণ করল ছিন্নপাতা সমাজ কল্যাণ সংস্থা।

 শনিবার (১জুন) শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ছিন্নপাতা সমাজ কল্যাণ সংস্থা দ্বারা পরিচালিত মজার স্কুলের দুঃস্থ , অসহায় ও সুবিধা বঞ্চিত পথশিশুদের  মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষে ঈদের  নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ছিন্নপাতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তাপস দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পর্যটন সংস্থার  সভাপতি  আবু  সিদ্দিক  মো.  মুসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন শ্রীমঙ্গল এর  সাংস্কৃতিক ব্যক্তি দেবাশীষ  চৌধুরী  রাজা, বালাগঞ্জ  ডিগ্রি  কলেজের  সহযোগী  অধ্যাপক  অবিনাশ  আচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের  সভাপতি  বিশ্বজ্যোতি  চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার,  মানবাধিকার  কর্মী  এস  কে  দাশ সুমন প্রমূখ।
এতে প্রায় অর্ধশতাধিক অসহায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের  মাঝে নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী় বিতরণ করা হয়।