শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো উদ্ভোধনী অনুষ্ঠান সচেতনতা মূলক মহড়া ও র্যালী।
বুধবার (৬নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অনুষ্ঠিত মহড়া ও সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জোনাল অফিসের স্টেশন অফিসার মো.আজিজুল হক রাজনের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভা ও মহড়ায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা,সাংবাদিক ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপক প্রদর্শনী ও জনসচেতনতায় র্যালী অনুষ্ঠিত হয়।