শ্রীমঙ্গলে বীজ বপন ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর যুব সংস্থা ও বনফুল নাট্য গোষ্টী আয়োজিত বিভিন্ন জাতের ফলজ বীজ বপন ও বৃক্ষ রোপন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮জুন) দিনব্যাপী বীজ বপন ও বৃক্ষ রোপনকে সামাজিক কর্মসূচী হিসেবে গ্রহণ করে ঐতিহাসিক দিনক্ষনের সূচনা করল কিশোর যুব সংস্থা ও বনফুল নাট্য গোষ্টী। মেঘ বৃষ্টি বৈরিতা উপেক্ষা করে শত শত বৃক্ষ প্রেমিক অংশ নেন জাতীয় উদ্যান লাউয়াছড়ায়। উক্ত কর্মসূচীকে একাত্ত্বতা জানিয়ে স্ব-ব্যানারে অংশ নেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা, বিজয়ী টিয়েটার, শ্রীমঙ্গল টিয়েটার, বেষ্টওয়ে বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারসহ অগনিত নাগরিক সমাজ। চায়ের রাজধানী ও পর্যটন নগরী শ্রীমঙ্গলের সবুজের সৌন্দর্য বর্ধনে এগিয়ে এসেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্থানীয় নাট্যকর্মী ও তরুনরা। বনফুল নাট্যগোষ্টীর প্রতিষ্টাতা সভাপতি কাজী কামরুল বক্স বাবুল জানান, প্রতিনিয়ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে প্রাকৃতিক দুর্যোগ ও পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমানও বৃদ্ধি পাচ্ছে। তাই আসুন অন্তত বর্ষাকালে দুটি গাছ লাগাই, আগামী প্রজন্মদের উৎসাহিত করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি। মানব জাতির কল্যান সাধনে ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে আসুন “গাছ লাগাই-প্রাণ বাঁচাই, আমরা বাঁচি-সবাইকে বাচাই। আজকের শিশুরা যেমন আগামীর ভবিষ্যত ঠিক একটি গাছও আগামীর ভবিষ্যতের জন্য এক আর্শীবাদ স্বরুপ।

এ সময় উপস্থিত ছিলেন, বনফুল নাট্যগোষ্টীর বর্তমান সভাপতি মোহাম্মদ আলী মিলন, কামরুল ইসলাম দোলন, গোলাম রহমান মামুন, রাজ কুমার গৌড়, আলম খন্দকার, লিটন দাশ, মিথুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।