
ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মা ছড়া চা বাগানের ৩ নং সেকশনের নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল সহ পড়ে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,বর্মাছড়া চা বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মান কাজ চলছিলো,সকালে শ্রমিকরা এসে দেখে ওই নির্মানাধীন কালভার্টের নীচে এক ব্যাক্তি মটরসাইকেলসহ পড়ে আছে ৷ পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেয় ৷
শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷