শ্রীমঙ্গলে মৌচাক ঈদসংখ্যা’র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌচাক সাহিত্য সংকলন এর বিশেষ ঈদসংখ্যা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার(৮জুন) সন্ধ্যায় শহরের কলেজ সড়কে অবস্থিত দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৌচাক ঈদসংখ্যা’র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্রীমঙ্গল মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিতম পালের সঞ্চালনায় ও সভাপতি কয়েস সামীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের একাংশের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির মিডিয়া ও প্রচার সম্পাদক মো. একরামুল কবীর, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, শিক্ষক সঞ্জয় ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, বিজয়ী থিয়েটারের সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানা, নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার, সাংবাদিক রুপম আচার্য প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, প্রচার সম্পাদক সৌরভ শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ করিম, সদস্য তিথি ভট্টাচার্য, প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমুখ।
মৌচাক ঈদসংখ্যা নিয়ে মৌচাক সাহিত্য সংকলনের সম্পাদক প্রিতম পাল বলেন, আমরা মৌচাককে এই প্রথমবার প্রবীণ ও নবীন লেখকদের লেখায় ঈদসংখ্যার চাদরে সাজানোর চেষ্টা করেছি। জানিনা পাঠকের নিকট কতোটা প্রাপ্তি রেখে যাবে এটি!