শ্রীমঙ্গলে রথ যাত্রা অনুষ্টিত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গ অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেরে রথযাত্রা। আর এ উপলক্ষে হাজারো ভক্তের আগমন ঘটে শহরের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে। বৃহস্পতিবার বিকেলে শহরের হবিগঞ্জরোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ ও বর্তমান মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।

শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি অজয় কুমার দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ইউএনও নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক হরিপদ রায়, বাংলাদে পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল, পৌরশাখার সাধারণ সভাপতি সঞ্জয় রায় রাজু প্রমুখ। এর আগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে শ্রীমঙ্গল সবুজবাগ এলাকায় শ্রীশ্রী নিতাই গৌর মন্দিরে বিশ্বশান্তি কামনায় আয়োজন করা হয় যজ্ঞানুষ্ঠান। সেখানেও ৯ দিন ব্যাপী রথযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ মো. আব্দুস শহীদ।
উদ্বোধনের পর পৃথক জায়গা থেকে দুটি রথ শহরের মৌলভীবাজার সড়ক, কলেজ সড়ক, ভানুগাছ সড়ক ও হবিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে রথযাত্রা উপলক্ষে শহরের রাস্তার পাশে হরেক রকমের জিনিস নিয়ে একদিনের মেলা বসে।