শ্রীমঙ্গলে র‌্যাব কর্মকর্তার মানবিকতায় অনাগত সন্তানের জন্ম দিলো প্রসূতি মা

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের ক্রান্তিকালে প্রসব যন্ত্রণা শুরু হয় এক নারীর। চলমান এ কঠিন সময়ে পরিচিত অটোরিকশার চালকরাও প্রসূতিকে হাসপাতালে নিতে নারাজ। কিন্তু অসহায় থাকা প্রসূতিকে হাসপাতালে নিতে গাড়িসহ হাজির হন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেন শামিম। এতে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান ওই প্রসূতি ও তার অনাগত সন্তান।

প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় র‌্যাব কমান্ডারের অনুপম তৎপরতার দৃশ্য সম্বলিত কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন শ্রীমঙ্গল এলাকার নির্মল পাল। এতে প্রশংসা কুঁড়াচ্ছেন ওই কমান্ডার।

নির্মল পাল ‘শ্রীমঙ্গল র‌্যাবকে ভগবান অনেক বড় পুরস্কার দেক!’ শিরোনামের এক ফেসবুক পোস্টে জানান, রোববার রাত সাড়ে ১১ টায় তার পিসির প্রসব বেদনা উঠে। তখন রক্তক্ষরণ শুরু হয়েছিল। তবে নবজাতক প্রসব হচ্ছিল না। তখন প্রসূতিকে হাসপাতালে নেয়ার জন্য সিদ্ধান্ত হয়। তবে অনেক খোঁজাখুঁজির পর রাতে কোনো গাড়ি পাওয়া যায়নি। পরিচিত অটোরিকশা চালকদের ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। রাতে হাসপাতালে যেতে অপারগতা জানায় অটোচালকরা।

হঠাৎ উপজেলা চেয়ারম্যানের ছেলে রাজুর পরামর্শে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেন শামিমের মোবাইলে কল দেয়া হয়। দুই মিনিট পর তিনি প্রসূতির বাড়িতে ছুটে আসেন। এতে সবাই অবাক হয়ে পড়েন।