শ্রীমঙ্গলে লাশের গাড়ী আটকিয়ে পুলিশের চাঁদাবাজি, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯
সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ি আটকিয়ে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা ৷ শ্রমিকরা জানায় শনিবার (১৫ জুন) সকাল সাড়ে দশটায় সিলেট থেকে শ্রীমঙ্গলগামী একটি লাশবাহী পিকআপ ভ্যানকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের বিলাসের পাড় নামক স্থানে কাগজপত্র চেকিং এর নামে থামায় হাইওয়ে পুলিশের সাতগাঁও ফাড়ির ইনচার্জ নান্নু মন্ডল ৷ সেখানে ওই গাড়ীর ড্রাইভারের কাছ থেকে নিয়ম বহির্ভূত ভাবে চাঁদা দাবি করে,এবং লাশবাহী গাড়িটিকে আটকে রাখে ৷ এর প্রতিবাদে শ্রমিকরা সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ৷ এতে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ীর দীর্ঘ সারির সৃষ্টি হয় ৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক এর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেন ৷
ওসি আব্দুস ছালেক জানান,শ্রমিকদের অভিযোগগুলো খতিয়ে দেখে উর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিবেন ৷
ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহাজান মিয়া বলেন,নান্নু মন্ডলের নৈরাজ্য মাত্রা ছাড়িয়ে গেছে,আজ উনি যা করেছেন তা অমানবিক ৷ আমরা এর তদন্তস্বাপেক্ষে সুষ্ঠু বিচার চাই ৷
এদিকে ওই রাস্তায় চলাচলকারী একাধিক গাড়ীর ড্রাইভার নান্নু মন্ডলের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন ৷ ড্রাইভার পারভেজ মিয়া বলেন, প্রতিনিয়ত নান্নু মন্ডলের চাঁদাবাজির কারণে আমরা অতিষ্ঠ
 সে এই রোডের প্রত্যোকটি গাড়ী জায়গায় জায়গায় আটকিয়ে চাঁদাবাজি করে,চাঁদা না দিলে সে আমাদের মারধোর করে ৷
তবে এসব অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশ সাঁতগাও ফাড়ির ইনচার্জ নান্নু মন্ডল  বলেন, আমাদের হাইওয়ে পুলিশের মূল দায়িত্ব নিরাপদ সড়ক নিশ্চিত করা৷ এই কাজ করতে গিয়ে আমরা নানান ধরনের যানবাহন আটকে রাখে এসব গাড়ী না ছাড়ার কারনেই তারা আমার উপর এরকম ভিত্তিহীন অভিযোগ এনেছে ৷