শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের টিআইবি কার্যালয়ে ট্র্যন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় এ সভার আয়োজন করে শ্রীমঙ্গল সচেতন নাগরিক কমিটি।
সনাক সহসভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি জলি পাল, সদস্য অয়ন চৌধুরী, ডা. পুষ্পিতা খাস্তগীর, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শামীম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রজৎ শুভ্র চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক কাওসার ইকবাল, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মামুন আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার আবুজার বাবলা, টিআইবি এরিয়া ব্যবস্থাপক পারভেজ কৈরী প্রমুখ।