ছবি সংগৃহীত
ধলাই ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর সঙ্গে থাকা ৪ বছরের সন্তান গুরুতর আহত হয়েছে।
নিহত উজ্জ্বলা রানী দাশ (৩০) রাজনগর উপজেলার বড়গাও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। রাজনগর থানার মাধ্যমে নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

